সত্য ঘটনা সুন্দরী চায়নিজ ভুতের সাথে আমার দের বছরের সংসার অতঃপর যা ঘটলো পুরো কলাম টা পরে দেখুন।।

সত্য ঘটনা সুন্দরী চায়নিজ ভুতের সাথে আমার দের বছরের সংসার  অতঃপর যা ঘটলো পুরো কলাম টা পরে দেখুন।।
আমার নাম উজ্জ্বল সরকার
আমি 2007 সালে টাকা উপার্জনের জন্য মালায়শিয়া পারি জমাই।
আমি কখনো ভুত পেত বিশ্বাস করতাম না। আমি মালায়শিয়া চাইনিজদের সাথে কাজ করতাম।
ঘটনাটি 2013 সালের জুন মাসের মাঝামাঝি।
আমি মালায়শিয়া তানজং টোকোং একটি ফ্লাটে থাকতাম ।
আমি যে ফ্ল্যাটে থাকতাম সেখানে মালায়ু পোলাপান ডিস্টার্ব করতো যার কারণে আমার বস অন্য এক ফ্লাটে রুম ভাড়া করে দেয়।
ফ্লাটটি ছিলো 16 তালা আমি গ্রাউন্ডফ্লোরে থাকতাম একাই একরুমে থাকতাম।  রুমটার ভেতর কক্ষ ছিলো তিনটি কিন্তু আমি কক্ষে না ঘুমিয়ে হলরুমে ঘুমাইতাম।
আমাদের ফ্লাটের নিচেই ছিলো বিশাল বড় চাইনিজ কবরস্থান।
আমার পাশের রুম গুলোতে থাকত মালায়ু এবং তামিল রা ওরা মাঝেমাঝেই বলতো বন্ধু তুই কি একাই থাকিস ?
আমি বলতাম হ্যা
ওরা আমাকে বলতো সাবধানে থাকিস এখানে ভুতের উপদ্রব আছে।
আমি তাদের কথায় কর্নপাত করতাম না।
যাইহোক আসল ঘটনায় আসি প্রায় সপ্তাহ খানেক পর মাঝরাতে আমার ঘুম ভেংগে যায় আমার রুমের ভেতর কে যেনো রান্না করছে।
আমি একটু ভয় পেয়ে যাই ভয়ে ভয়ে উঠে লাইটটা অন করে কিচেনের ধীকে যাই কিন্তু নাহ কেউ নাই আবার এসে শুয়ে পরি কিন্তু ঘুম হয় না সারারাত।
পরদিন আবার রাত প্রায় 1 টা আমার ঘুম ভেংগে যায় চোখ মেলে দেখি রুমের কোনায় দেয়াল ঘেসে মাথা নিচু করে একজন মেয়ে বসে আছে পরনে তার সাদা লম্বা নাইট ড্রেস লম্বা চুলে ঢাকা মুখ ।
আমি হতভম্ব হয়ে যাই ভয়ে আতকে উঠি   কিন্তু কিছু বলার সাহস পাইনা
শুধু আস্তে করে বলি সিয়াপা কামু মানে কে তুমি
সে মুখটা আস্তে করে উপরে উঠায় তারপর কথা থেকে ঝাপ্টা একটা বাতাস এসে মুখের সামনে কার চুল উড়ে যায় পেছনে । আমি অপলক তাকিয়ে থাকি কে এই সুন্দরী যেনো পুর্ণিমার চাঁদ নেমে এসেছে আমার রুমের ভেতর। রুমের ভেতর আর কোনো অন্ধকার নেই পুরো রুম জলজল করে জোলে উঠলো তার রুপের আলোয়।
আমি তার রুপ দেখে অজ্ঞান হয়ে গেলাম 
যখন জ্ঞান ফেরে তখন সকাল হয়ে গেছে।
আমি চুপ হয়ে গেলাম কাউকে কিছুই বললাম না সেদিন আর কাজেউ গেলাম আবার রাত হলো আমি মেইন দরজা ভালো করে লক করে দিলাম কিন্তু গুম আসলো চুপ করে বসে রইলা। আর প্রতিক্ষা করতে লাগলাম সেই অপরুপা সুন্দরী কখন আসবে রাত তখন প্রায় সারে বারোটা আমার শরীরের লোম গুলো খারা হতে শুরু করলো রুমের ভেতর ক্যামন জানি একটা মিষ্টি সুগন্ধি ভেসে আসছিলো ভালই লাগছিলো আমার।
আমার নজর তখন রুমের চারিদিকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিনা ভয় হচ্ছিলো খুব ঠিক সেই সময় পেছন থেকে একটা মিষ্টি আওয়াজ এলো জাংগান তাকুট ছায়াং আকু মাউ চিরিতা সামা কামু।
মানে ভয় পেয়োনা প্রিয়ো আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই।
আমি আস্তে করে পিছনে ফিরে চাই দেখি সেই সুন্দরী আমাকে ঘেসে বসে আছে চোখ দুটো কাজল কালো মুখটা জোসোনার আলোর মতো জলজল করছে দিঘল কালো চুল মায়াবী সেক্সি চেহারা।
আমি ধিরে বললাম তুমি কে
সে বলল আমি লিনডা
তুমি এখানে ক্যানো?
 লিনডাঃ আমি তোমার ভালোবাসা পেতে চাই তুমি আমাকে আদর করবে । আমি প্রতিরাত তোমার কাছে আসবো      তোমার ভালবাসা পাওয়ার জন্য আমার জীবনে আমি কোনোদিন ভালোবাসা পাইনাই আমি ছোটোকালেই মারা গেছি এখন আমি বড় হয়েছি আমার যৌবন আয়ছে এখন আমার আদর পেতে ইচ্ছে করে কিন্তু কাউকে পাইনা কারণ আমি যে ভুত সবাই আমাকে ভয় পায়। তুমি আমাকে ভয় পেয়োনা আমি তোমার ক্ষতি করবোনা।
এই বলে হুহু করে কেদে ওঠে লিনডা। আমারো মায়া লাগে লিনডার জন্য আমি লিনডাকে বুকে জরিয়ে নেই তারপর তার ঠোটে মুখে কিচ করতে থাকি একসময় দুজনে হারিয়ে যাই সুখের সাগরে এভাবে প্রায় দেরবছর কেটে যায় আমি ছুটিতে দেশে চলে আসি তারপর আবার চলে আসি কিন্তু লিনডা কে আর খুজে পাইনি
দেরবছরে আমার একবারো মনে হয়নি লিনডা ভুত ছিলো অবিকল মানুষ তাকে ছুতে পারতাম ধরতে পারতাম খেলতে পারতাম।
এখন খুব খারাপ লাগে তার কথা মনে পরলে
i love u  লিনডা   তুমি যেখানেই থাকো সুখে থেকো।
পারলে আবার এসো আমার জীবনে আমি তোমার অপেক্ষায় আছি।।



                                 

মন্তব্যসমূহ